Questioner
নাম প্রকাশে অনিচ্ছুক
Question

সিজদা এত গুরুত্বপূর্ণ কেন? মানুষ কেন সিজদাকে এত গুরুত্ব দেয়? কেন মুসলিমরা প্রায়ই সিজদা দিয়ে থাকে?

Counselor
মূলঃ দিনা মুহাম্মদ বাসিওনি; ভাষান্তরঃ মুহাম্মদ মুরশেদ প্রিন্স
Answer

প্রিয়, আপনার উপর শান্তি বর্ষিত হোক,

ইসলামকে আরোও ভালোভাবে জানার উদ্দেশ্যে এমন গুরুত্বপূর্ণ প্রশ্ন করায় আপনাকে ধন্যবাদ।  

সিজদার মাধ্যমেই ব্যক্তি আল্লাহর নিকটবর্তী হয়

প্রকৃতপক্ষে সুজুদ ইবাদতের মধ্যে এক গুরুত্বপূর্ণ, বিশেষ ও মর্যাদাসম্পন্ন কাজ। যার মাধ্যমে একজন মুসলিম তার সর্বশক্তিমান সৃষ্টিকর্তার উদ্দেশ্যে মাথা নত করে দেয়।

সর্বশেষ রাসূল মুহাম্মদ সঃ থেকে আমরা যে মহান শিক্ষা লাভ করেছি তা হলঃ

“সিজদারত অবস্থায় বান্দা তার রবের সবচেয়ে নিকটে থাকে, কাজেই সিজদায় বেশি করে দোয়া পাঠ কর।”  [মুসলিম]

 

সুতরাং, এভাবেই একজন মুসলিম তার মহান প্রভুর নৈকট্য লাভ করে।

এটি এমন বিনয় যা আসমান, জমিন ও এ দুইয়ের মাঝে যা কিছু আছে সকল কিছুর রব ও পালনকর্তা আল্লাহর উদ্দেশ্যে করা হয়। 

 

সিজদার মাধ্যমে প্রভুর কাছে নিবেদিত হতে হয়

এই সিজদার মাধ্যমেই ব্যক্তি তার সৃষ্টিকর্তার সামনে নিজেকে সঁপে দিতে পারে। আল্লাহর রাসূল (সা:) শিক্ষা দিয়েছেনঃ

"যখন একজন ব্যক্তি সিজদা করে, তখন তার শরীরের সাতটি অংশ সিজদা করে: তার মুখ, দুই হাত, দুই হাঁটু ও দুই পা।" [সহীহ মুসলিম]  

 

সিজদার মাধ্যমে যখন ব্যক্তি তার সবচেয়ে দামি (মুখ ও কপাল) মাটিতে লাগিয়ে বিনয়ের সাথে নিজেকে সমর্পণ করে, তখন আল্লাহ তার মর্যাদা আরেক ধাপ বৃদ্ধি করে দেন।  

তিনি তাদের পুরষ্কৃত করেন এবং তাদের পাপরাশি ক্ষমা করে দেন। ছাওবান (রাঃ) বলেছেনঃ আমি রাসূল (সা:) কে বলতে শুনেছিঃ  

“নামাযে বেশি করে সিজদা আদায় কর। কেননা প্রতি সিজদার জন্য আল্লাহ তার সম্মান একশগুণ বাড়িয়ে দেন এবং একটি পাপ ক্ষমা করে দেন”। [মুসলিম]

 

সিজদা জান্নাতের দরজা সমূহ খুলে দেয়

রাসূল (সঃ) আমাদের শিক্ষা দিয়েছেন যে সিজদার মাধ্যমে বিশেষ করে নামাজে যখন আমরা আল্লাহর প্রতি ব্যাকুল হই তখন জান্নাতের দরজাসমূহ খুলে যায়। রাবী’আ বিন কা’ব আল আসলামী (রা:) থেকে বর্ণিতঃ

“রাতে আমি রাসূল (সা:) এর সাথে থাকতাম। তাঁর প্রয়োজন পূরণ করতাম ও অযুর পানি আমি এনে দিতাম।  তিনি বললেন: প্রশ্ন কর। আমি জিজ্ঞাসা করলাম: জান্নাতে আপনার সাথী কারা হবে? তিনি জিজ্ঞাসা করলেন : এটা ছাড়া আর কিছু? আমি জবাবে বললাম : শুধু এটুকুই। তিনি বললেনঃ বেশি বেশি সিজদা কর যেন আমি তোমাকে সাহায্য করতে পারি।” [আবু দাউদ]

 

এবং মহান আল্লাহ তায়ালা স্বীয় মহান গ্রন্থ আল কোর’আনে বলেছেনঃ

“...সিজদা কর এবং আল্লাহর নিকটবর্তী হও”। (৯৬:১৯)

 

সিজদার দোয়া

আমরা খুব সুন্দর একটি দোয়া শিখতে পারি যা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় পাঠ করতেন।

যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় যেতেন তখন তখন তিনি বলতেন:

"আল্লাহুম্মা লাকা সাজাদ’তু ওয়া লাকা আসলামতু ওয়া বিকা আ’মানতু সাজাদা ওয়াজহি লিল্লাযি খালাকাহু ওয়া সাওয়া’’রাহু ফা আহসানা সুরা’তাহু ওয়া শাক্কা সাম্‌'আহু ওয়া বাসারাহু, তাবারাক আল্লাহু আহসানুল-খালিকিন।"

(হে আল্লাহ্, আমি তোমার কাছে সিজদা করেছি এবং তোমার কাছেই আত্মসমর্পণ করেছি এবং তোমার প্রতিই  ইমান এনেছি। আমার মুখমন্ডল তাকেই সিজদা করেছে যে এই সুন্দরতম আকৃতির স্রষ্টা এবং তিনিই দিয়েছেন শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তি, সকল প্রশংসা একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহর জন্যই।) [নাসায়ী]  

 

আল্লাহ আমাদেরকে আন্তরিকতার সাথে সিজদা করার সামর্থ্য দান করুন এবং তাঁর নৈকট্য ও যথাযথ পুরষ্কার লাভ করার সুযোগ দান করুন।

আশা করছি এর মাধ্যমে আপনার প্রশ্নের উত্তর পেতে সহায়ক হবে।

সালাম এবং আমাদের সাথে থাকুন।

উৎস

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।