Questioner
নিহাল
Question

মাসিকের পর ও রক্তপ্রবাহ, কি করব?

আসসালামু আলাইকুম। আমার পূর্ববর্তী মাসিক শেষ হওয়ার পনেরো দিন পর আমি আমার স্বামীর সঙ্গে মিলিত হই। মিলনের পর দেখতে পেলাম, আমার স্বামী এবং আমার যৌনাঙ্গে রক্তের দাগ লেগে আছে। কিন্তু আমার পরবর্তী মাসিক শুরু হবার আনুমানিক সময়

Counselor
উত্তরদাতা: শায়খ আহমদ কুট্টি; অনুবাদ: মোল্লা ফারদিদ
Answer

ওয়ালাইকুমুস সালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু । পরম করুণাময় এবং দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সমস্ত প্রশংসা এবং শুকরিয়া একমাত্র আল্লাহরই জন্য, দরুদ ও সালাম তার প্রেরিত নবী (সা.) এর উপর। (আপনার প্রশ্নের উত্তর দিয়েছেন ইসলামিক  ইনস্টিটিউট অব টরন্টো,অন্টারিও,কানাডা এর সিনিয়র লেকচারার এবং ইসলামি বিশেষজ্ঞ শায়খ আহমদ কুট্টি )

ফকিহদের অভিমত অনুযায়ী মাসিক কখনো পনেরো দিনের বেশী অব্যাহত থাকেনা। আপনি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তা হয়েছে ইস্তিহাযা তথা অনবরত রক্তপ্রবাহ কিংবা স্রাবের কারণে। আর ইস্তিহাযার জন্য প্রযোজ্য বিধানাবলি মাসিকের বিধানের মত নয়। ইস্তিহাযার ক্ষেত্রে সাধারণত জরুরি হলো, জননেন্দ্রিয় ধুয়ে ফেলা এবং প্রত্যেক নামাযের পূর্বে অযু করে নেয়া। আর মাসিকের সময় শেষ হবার অব্যাবহিত পরে সুন্নাহ অনুসারে গোসল করে নেয়ার পরই আপনাকে এরূপ করতে হবে।

সর্বশক্তিমান আল্লাহই সবকিছু বেশি  ভাল জানেন।

-----------------------------------------------------
উৎসঃ  http://aboutislam.net/counseling/ask-the-scholar/women-issues/bleeding-after-menses-what-to-do/

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।