Questioner
নাজিশ
Question

নারীদের নামাজের ভঙ্গি কি পুরুষদের নামাজের ভঙ্গি থেকে আলাদা? আস্‌সালামু আলাইকুম। ইদানীং আমার বিয়ে হয়েছে। আমার মায়ের বাসায় নামাজ পড়ার সময় সব ভদ্রমহিলারা রুচিসম্মতভাবে ও সংকুচিত হয়ে সেজদায় যান এবং সেজদা থেকে ফিরেন। কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকজন বলছেন যে পুরুষ ও নারীর নামাজ পড়ার ভঙ্গিতে কোন পার্থক্য নেই। তাদের বাড়ির মহিলারা নামাজ পড়ার সময় পুরুষদের মতো বসেন (পা ভাঁজ করা ও মাটিতে কনুই ঠেকানো) এবং সেজদায় যান। তারা বলেন যে আমার নামাজের ভঙ্গি দেখতে কুকুরের মতো লাগে, যা আমার জন্য অত্যন্ত বিভ্রান্তিকর ছিল। তবে একজন ভদ্রমহিলার নামাজের সঠিক নিয়ম জানা আমার জন্য গুরুত্বপূর্ণ। দয়া করে আমাকে তা জানাবেন?

Counselor
ড. মোহসীন হ্যারেডি
Answer

না। কোন পার্থক্য নেই। নামাজের হুকুম হলো নারী ও পুরুষ উভয়েই নবী মুহাম্মদ (সাঃ) এর মতো নামাজ আদায় করবে। সেজদায় বা নামাজের অন্য কোন অবস্থানে শরীরে বাড়তি সংকোচনের প্রয়োজন নেই। শরীর সংকুচিত করার প্রথা হয়তো কোন কোন দেশের সংস্কৃতিতে আছে, কিন্তু ধর্মে নেই।    

প্রিয় বোন, সালাম নিবেন,

আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সঠিকভাবে নামাজ আদায়ে আপনার সচেতনতার জন্য আমরা আপনার প্রশংসা করছি।

সকল ধর্মে নারী ও পুরুষ সমান বলা হয়েছে।

বর্ণিত আছে যে, নবী (সাঃ) বলেছেনঃ “নারীরা জোড়া (২ জন) পুরুষের অর্ধেকের সমান।” (আহমাদ)

যদি নারীদের নামাজের জন্য বিশেষ আইন বা নিয়ম থাকে, তাহলে তা হতে হবে খাঁটি ও সর্বসম্মতভাবে স্বীকৃত।

মালিক ইবনে আল-হুওয়াইরিত বর্ণনা করেছেনঃ

“আমরা নবীজির (সাঃ) কাছে এসেছিলাম এবং আমরা ছিলাম (সংখ্যায় কম) মোটামুটি একই বয়সের তরুণ এবং আমরা তাঁর সাথে বিশ রাত ছিলাম।   

তারপর তিনি ভাবলেন যে আমরা আমাদের পরিবারের জন্য উদ্বিগ্ন হয়ে পড়েছি, এবং তিনি আমাদের প্রশ্ন করলেন আমাদের পরিবারের দেখাশুনা করার জন্য আমরা কাদেরকে রেখে এসেছি, এবং আমরা তাঁকে জবাব দিলাম।  

তিনি দয়ালু ও ক্ষমাশীল ছিলেন, তাই তিনি বললেন,

“তোমাদের পরিবারের নিকট ফিরে যাও এবং তাদেরকে শিক্ষা দাও (ধর্মীয় জ্ঞান) এবং নির্দেশ দাও (ভালো কাজ করার) এবং যেভাবে আমাকে নামাজ আদায় করতে দেখেছ ঠিক সেভাবে নামাজ আদায় কর, এবং যখন নামাজের সময় হবে, তোমাদের মধ্যে কেউ একজন আযান দিবে, তোমাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ যে তোমাদের নামাজে সে নেতৃত্ব দিবে।” (আল-বুখারী)

এই হাদিস অনুসারে, নামাজের ব্যাপারে আমাদের উপর হুকুম হলো  বাড়তি কোন কিছু যোগ না করে বা কোন কিছু বাদ না দিয়ে নবীজির মতো নামাজ আদায় করা।

নারী ও পুরুষ উভয়ের জন্য নামাজের নিয়ম একই। তাই, নারীরা পুরুষদের মতোই নামাজ আদায় করবে।

শেখ আল-আলবানি বলেছেনঃ

“নবী(সাঃ) এর নামাজ আদায়ের বিষয়ে আমরা উপরে যা বলেছি তা সমানভাবে পুরুষ ও নারীর ক্ষেত্রে প্রযোজ্য। নারীদের বাদ দেয়া হয়েছে সুন্নাহ্‌তে এমন কিছু বর্ণনা নেই। বরং নবী (সাঃ) এর কথার সরল অর্থ “আমাকে যেভাবে নামাজ আদায় করতে দেখেছ সেভাবে নামাজ আদায় কর” দিয়ে নারীদেরকেও বুঝায়।” (সিফাত সালাত আল-নবী, পৃষ্ঠা ১৮৯)

ভ্রান্ত ধারণা, দুর্বল হাদিসসমূহ

কিছু স্কলার বলেছেন যে একজন নারীর পুরুষের মতো বসা (নামাজে) উচিত নয়, এবং তারা এর সমর্থনে তিনটি দুর্বল হাদিস উল্লেখ করেছেন।

  • “আবু সাঈদ আল-খুদরি বর্ণনা করেছেন যে নবী (সাঃ) সেজদার সময় পুরুষদের হাত ছড়িয়ে দেয়ার হুকুম দিতেন এবং নারীদের হাত তাদের শরীরের পাশে চেপে রাখতে বলতেন। তিনি তাশাহুদের সময় পুরুষদের বাম পা ছড়িয়ে রাখতে বলতেন (ও তার উপর বসতে বলতেন) এবং ডান পা উপরের দিকে খাঁড়া রাখতে বলতেন এবং নারীদের বলতেন যেন তারা গোড়ালির উপর বসে।

আল-বায়হাকি বলেছেনঃ এটি একটি মুনকার (বাতিল) হাদিস।

  • “আব্দুল্লাহ্‌ ইবনে উমর বর্ণনা করেছেন যে নবী (সাঃ) বলেছেনঃ “যখন কোন নারী নামাজে বসবে, সে যেন তার উরু একটির সাথে আরেকটি লাগিয়ে বসে, এবং যখন সে সেজদায় যাবে, সে যেন তার পেট তার উরুর সাথে এমনভাবে চেপে ধরে যেন সে নিজেকে পুরোপুরি ঢেকে রাখতে পারে, কেননা আল্লাহ্‌ তার দিকে তাকাবেন এবং বলবেনঃ “হে আমার ফেরেশতারা, আমি তাকে যা করতে নিষেধ করেছি তা তোমাদের দেখিয়ে সাক্ষী রাখছি।” (আল-বায়হাকি)

এই বর্ণনা দুর্বল। কারণ তা বর্ণনা করেছেন আবু মুতী’ আল-বলখি।  

  • “ইয়াজিদ ইবনে আবি হাবিব বলেছেন নবী (সাঃ) নামাজরত দু’জন মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি বললেনঃ “যখন সেজদা করবে, তোমাদের শরীরের কিছু অংশ মাটিতে ঠেকাবে, কারণ মহিলাদের গঠন পুরুষদের মতো নয়।”

এই বর্ণনা মুরসাল, যা দুর্বল হাদীসের একটি শাখা।

বিপরীত পক্ষে, ইমাম আল-বুখারী বলেছেনঃ “উম্মে আল-দারদা’ পুরুষের মতো করে নামাজে বসতেন এবং তিনি ছিলেন একজন বিদূষী নারী।”

অবশেষে, আমাদেরকে বিদ্বান ব্যক্তিদের কাছ থেকে জ্ঞান নিতে হবে।

মাঝে মাঝে আমরা সংস্কৃতির সাথে ধর্মকে গুলিয়ে ফেলি। তাই, আমাদের এ দুটি ব্যাপারে সতর্ক থাকতে হবে।

আশা করি এতে আপনার উত্তর পেয়ে যাবেন।

উৎস

 

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।