Questioner
সালমা
Question

আসসালামু আলাইকুম। কোন মহিলা কি বাসায় ঈদের নামায আদায় করতে পারবে? নাকি তার জন্য মসজিদে বা জামাতের সাথেই নামায আদায় করতে হবে?

Counselor
মুফতি শেখ আহমাদ কুট্টি; অনুবাদঃ সাদিয়া সামিরা
Answer

ঈদের নামায মুসলিমদের জন্য একটি অনুমোদিত সুন্নাহ, যেখানে পুরুষ এবং নারী সকলের আগ্রহের সাথে অংশগ্রহন করা উচিত।

 

২- আর মহিলাদের ‘খুতবা’ (নৈতিক বক্তৃতা) শুনতে ও এতে অংশগ্রহণ করতেও বিশেষভাবে পরামর্শ করা হয়।

 

 

আপনার এই প্রশ্নের উত্তরে, কানাডার  অন্টারিও তে ইসলামিক ইন্সটিটিউট অব টরোন্টো এর সিনিয়র অধ্যাপক শেখ আহমাদ কুত্বী বলেন,

 

ঈদের নামায অবশ্যই জামাতের সহিত আদায় করতে হবে। নবীজি সা. সব বয়সের নারীদের, এমনকি যারা তাদের মাসিকে রয়েছে তাদের সহ ঈদে্র জামাতে  অংশগ্রহণ করতে বলেছেন, যেখানে কিনা সকলেই জানে যে ঋতুবর্তী নারীরা নামায আদায় করবে না।

 

কেননা, এমনটা বলার পিছনে কারণ ছিল যেন এই ঈদ উদ্‌যাপন ও ঈদের এই আনন্দময় অভিজ্ঞতা থেকে  কাউকেই বাদ রাখা না হয়।

 

সুতরাং এখানে কোন সন্দেহ নেই যে মহিলাদের ঈদের নামাজের জন্য মসজিদে আসা উচিত যদি তা কোন মসজিদে অনুষ্ঠিত হয়ে থাকে। এটাই নবী করিম সা. এর সুন্নত। আর মহিলাদের মসজিদে নামাজ আদায় করা থেকে বাঁধা প্রদান করা স্পষ্টভাবেই নবী করিম সা. এর নিরপেক্ষ বক্তব্যের বিরুদ্ধে যায়, যেহেতু রাসুল সা. বলেছেন “তোমরা আল্লাহ্‌র বান্দাদের আল্লাহ্‌র ঘরে(মসজিদে) আসতে বাঁধা প্রদান করো না।

 

ঈদে, নবীজি সা. এর আদর্শঅনুশীলন ছিল এই যে, নামায মসজিদের ভিতরে আদায় করা নয় বরঞ্চ বড় কোন খোলা জায়গায় নামায আদায় করা, অনেক পরিমান মানুষের  নামাযে অংশগ্রহণের ও খুতবা শোনার সুবিধার জন্য।অনুরূপভাবে আমরা উম্মে আতিয়া রা. এর খাঁটি বিবরণে পড়েছি যে, রাসুল সা. নির্দেশ দিয়েছেন, “ প্রতিটি নারীকে নিয়ে আসতে, এমনকি যেসব নারীরা তাদের মাসিকে রয়েছে তাদেরও, যেন তারা মুসলমানদের এই বিশাল জামায়াতের এবং  এমন জিনিসের সাক্ষী হতে পারে যা তাদের জন্য উপকারী।”

 

 

পরিশেষেঃ  আপনাকে ঈদের নামায জামাতের সাথেই আদায় করতে হবে। এমনকি যদি এটি মসজিদে  অনুষ্ঠিতও হয় তখনও আপনাকে সেখানেই নামায আদায় করতে হবে। যাহোক, আপনি তখনই ঈদের নামায আদায় করবেন যখন আপনি নামায আদায় করতে সক্ষম। আল্লাহ্‌ আমাদের সবাইকে ঈদের উপকারিতা টুকু গ্রহণ করার তৌফিক দান করুক, এবং দুনিয়া ও আখিরাতে সুখ এবং সফলতা দান করুক আমীন।

উৎস

 

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।