Questioner
নাম প্রকাশে অনিচ্ছুক
Question

জেরুজালেম থেকে মক্কায় কিবলা পরিবর্তন করা হলো কেন?

Counselor
শেখ আহমদ কুট্টি
Answer

প্রশ্নঃ

আস-সালামু আলাইকুম। জেরুজালেম থেকে মক্কায় কিবলা পরিবর্তন করার জন্য কোথাও কোন যুক্তি আছে কি? জাযাকুম আল্লাহু খায়রান।

 

ওয়া আলাইকুম আস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।পরম করুণাময়, পরম করুণাময় আল্লাহর নামে। সমস্ত প্রশংসা ও কৃতজ্ঞতা আল্লাহর জন্য এবং তাঁর রাসূলের প্রতি শান্তি ও বরকত বর্ষিত হোক। এই ফতোয়ায় যা আছে-

১।সিরাহ (নবী (সাঃ)-এর জীবনী) গ্রন্থে বলা হয়েছে যে মুসলমানরা কিবলা হিসাবে জেরুজালেমের দিকে মুখ করে ছিল (যে দিকে মুসলমানরা প্রার্থনায় মুখ ফেরায়)।

২। অতঃপর সর্বশক্তিমান আল্লাহর নির্দেশে মুসলমানদের কেবলা মক্কার কাবাঘরে পরিবর্তিত হয় এবং এটাই ছিল নবীর ইচ্ছা।

৩। এই পরিবর্তনের পেছনের কারণগুলির মধ্যে রয়েছে যে কাবাঘর  সকলের কাছে একটি পবিত্রতম স্থান হিসাবে স্বীকৃতি পেয়েছিলো। 

 

এই প্রশ্নের উত্তরে, কানাডার ইসলামিক ইনস্টিটিউট অফ টরন্টোর সিনিয়র লেকচারার এবং ইসলামিক স্কলার শেখ আহমদ কুট্টি বলেছেন: কেবলাকে জেরুজালেম থেকে মক্কার কাবাতে পরিবর্তন করা হয়েছিল কারণ কাবা হল সর্বপ্রথম এবং সবচেয়ে প্রাচীন স্থান  যা সর্বশক্তিমান আল্লাহর ইবাদাতের উদ্দেশ্যে নির্মিত হয়েছে, যেমনটি কুরআনে বলা হয়েছে।

 

সর্বশক্তিমান আল্লাহ বলেন:

"মানবজাতির জন্য নির্ধারিত প্রথম ঘরটি ছিল বাক্কাতে: সমস্ত ধরণের সত্তার জন্য আশীর্বাদ এবং নির্দেশনায় পরিপূর্ণ।" (আলে ইমরান ৩:৯৬)

 

মুসলিম জাতিকে বিভিন্ন স্থানীয় বা প্রাদেশিক ভাবে ইবাদাতের জন্য ভিন্ন ভিন্ন স্থান বা পরিস্থিতির প্রভাবমুক্ত রাখতে এটিকে জেরুজালেম থেকে কাবাতে কিবলা স্থানান্তরকরা হয়। যাতে সমগ্র পৃথিবীর সকল মুসলমান এক স্থানে, এক কিবলায় এবং  একই দিকে  সম্মিলিত ভাবে আল্লাহর ইবাদাত করতে পারে। আবার এমনটিও ধারনা করা যায় যে ইসলাম কে দেশ ও জাতিগত বিভাজন মুক্ত রেখে নির্বিশেষে সারা বিশ্বের সকল মুসলমানের জন্য একই বিধান বা নিয়ম প্রতিষ্ঠার জন্যও কাবার স্থানান্তর করা হয়েছে। এই পরিবর্তনের উদ্দেশ্য ছিল এক সৃষ্টিকর্তার প্রভুত্বের অধীনে মানবতাকে একত্রিত করা।  তদুপরি, আমরা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর রেওয়ায়েত থেকেও জানতে পারি যে, কাবাঘর তাঁর পূর্ববর্তী নবীগণের কেবলা ছিল। আমাদের বলা হয়েছে যে সমস্ত নবী - যেমন ইব্রাহিম (আঃ) এবং মূসা (আঃ) -তাদের প্রার্থনায় কাবার দিকে মুখ করে ছিলেন।মহান আল্লাহই ভালো জানেন।

সম্পাদকের দ্রষ্টব্য: এই ফতোয়াটি আস্ক দ্য স্কলারের আর্কাইভ থেকে নেওয়া হয়েছে ।
 

 উৎস

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।