বদরের যুদ্ধের ছয় বিষয়


Ilmfeed অবলম্বনে, আবরার শেখ
Published: 2022-04-18 22:09:33 BdST | Updated: 2024-05-14 22:02:10 BdST

ইতিহাসের বিভিন্ন ধাপে এমন অনেক ঘটনা থাকে, যা ইতিহাসের গতিকে পরিবর্তিত করে। ইসলামের ইতিহাসে এরূপ একটি ঘটনা বদরের যুদ্ধ।

বদরের যুদ্ধ মুসলমানদের জন্য প্রথম বিজয় যাতে তারা তাদের প্রতিদ্বন্দ্বী মক্কার মুশরিকদের পরাজিত করে।

২য় হিজরীর ১৭ই রমজান তারিখে মদীনা থেকে ৭০ মাইল দক্ষিন-পশ্চিমে বদর কূপের নিকটে আবু জাহেলের নেতৃত্বে মক্কা থেকে আগত ১০০০ মুশরিক সৈন্যের বিশাল বাহিনীকে রাসূল (সা.) এর নেতৃত্বে ৩১৩ জন মুসলিম সৈনিক পরাজিত করেন।

 

এখানে বদরের যুদ্ধ প্রসঙ্গে ছয়টি বিষয় আলোচনা করা হল।

১. রমজানে সংগঠিত

রাসূল (সা.) এর মক্কা থেকে মদীনায় হিজরতের দুই বছর পর ১৭ই রমজান বদর যুদ্ধ সংগঠিত হয়।

 

২. মদীনার ৭০ মাইল দূরে

বদর মদীনা থেকে প্রায় ৭০ মাইল দক্ষিনে অবস্থিত। মদীনা থেকে বর্তমানে গাড়িতে করে বদরে যেতে পৌনে দুই ঘন্টা সময় লাগতে পারে। রাসূল (সা.) এর পায়ে হাটা ও ঘোড়া-উটের যুগে সময় তুলনামূলকভাবে সময় বেশিই লাগতো।

৩. কুরআনে বর্ণনা

কুরআনের বিভিন্ন আয়াতে বদরের যুদ্ধ সম্পর্কে উল্লেখ করা হয়েছে। পবিত্র কুরআনের সূরা আলে-ইমরানে বলা হয়েছে,

 

“বস্তুত, আল্লাহ বদরের যুদ্ধে তোমাদের সাহায্য করেছেন, অথচ তোমরা ছিলে দুর্বল। কাজেই আল্লাহকে ভয় করতে থাক, যাতে তোমরা কৃতজ্ঞ হতে পারো। আপনি যখন বলতে লাগলেন মুমিনগণকে-তোমাদের জন্য কি যথেষ্ট নয় যে, তোমাদের সাহায্যার্থে তোমাদের পালনকর্তা আসমান থেকে অবতীর্ণ তিন হাজার ফেরেশতা পাঠাবেন। অবশ্য তোমরা যদি সবর কর এবং বিরত থাক আর তারা যদি তখনই তোমাদের উপর চড়াও হয়, তাহলে তোমাদের পালনকর্তা চিহ্নিত ঘোড়ার উপর পাঁচ হাজার ফেরেশতা তোমাদের সাহায্যে পাঠাতে পারেন। বস্তুত, এটা তো আল্লাহ তোমাদের সুসংবাদ দান করলেন, যাতে তোমাদের মনে এতে সান্ত্বনা আসতে পারে। আর সাহায্য শুধুমাত্র পরাক্রান্ত, মহাজ্ঞানী আল্লাহরই পক্ষ থেকে।” (সূরা আলে ইমরান, আয়াত: ১২৩-১২৬)

 

৪. উভয় বাহিনীর সংখ্যার ভারসাম্যহীনতা

বদরের যুদ্ধে উভয় বাহিনীর মধ্যে তারতম্য ছিল ১:৩। অর্থাৎ, ৩১৩ জন মুসলিম সেনা বদরের ময়দানে ১০০০ মুশরিক সৈন্যের মোকাবেলা করেছিল।

৫. ফেরেশতার সাহায্য

বদরের যুদ্ধে আল্লাহ মুসলমানদের সাহায্য করার জন্য পাঁচ হাজার ফেরেশতা প্রেরণ করেন। কুরআনে আল্লাহ বলেন,

“অবশ্য তোমরা যদি সবর কর এবং বিরত থাক আর তারা যদি তখনই তোমাদের উপর চড়াও হয়, তাহলে তোমাদের পালনকর্তা চিহ্নিত ঘোড়ার উপর পাঁচ হাজার ফেরেশতা তোমাদের সাহায্যে পাঠাতে পারেন।” (সূরা আলে-ইমরান, আয়াত: ১২৫)

 

৬. হতাহতের পরিমান

মোট ১৪ জন সাহাবী বদরের যুদ্ধে মুসলমানদের পক্ষ থেকে শাহাদাত বরণ করেন। বদরের ময়দানে মর্যাদার সাথে তাদের নামের ফলক সংবলিত স্মৃতিচিহ্ন তৈরি করে রাখা হয়েছে।

শহীদ সাহাবীরা হলেন,

১. হযরত উমাইর ইবনে আবি ওয়াক্কাস (রা.)

২. হযরত সাফওয়ান ইবনে ওয়াহাব (রা.)

৩. হযরত যুশিমলাইন ইবনে আবদি (রা.)

৪. হযরত মিহাজ ইবনে সালিহ (রা.)

৫. হযরত আকিল বিন আল-বুকায়ির (রা.)

৬. হযরত উবাইদাহ ইবনুল হারিস (রা.)

৭. হযরত সাদ ইবনে খায়সামা (রা.)

৮. হযরত মুবাশির ইবনে আবদুল মুসযির (রা.)

৯. হযরত হারিসা ইবনে সুরাকাহ (রা.)

১০. হযরত রাফি ইবনে মুয়াল্লা (রা.)

১১. হযরত উমাইর ইবনে হুমাম (রা.)

১২. হযরত ইয়াযিদ ইবনুল হারিস (রা.)

১৩. হযরত মুয়ায়িয ইবনুল হারিস (রা.)

১৪. হযরত আউফ ইবনুল হারিস (রা.)

অপরদিকে মক্কা থেকে আগত মুশরিক বাহিনীর সেনাপতি আবু জাহেল সহ সত্তর জন নিহত হয়।

এছাড়া মুশরিক বাহিনীর সত্তর জন সেনা মুসলমানদের হাতে বন্দী হয়, যাদেরকে পরবর্তীতে মুক্তিপণ, নিরক্ষরদের শিক্ষা প্রদান অথবা দরিদ্রদেরকে বিনা মুক্তিপণেই মুক্ত করে দেওয়া হয়।



উৎস

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আপনার মূল্যবান মতামত দিন:


ইতিহাস বিভাগের সর্বাধিক পঠিত


ইসলামের শুরু থেকেই মুসলমানদের হৃদয়ে শিক্ষার বিষয়টি ছিল সবার প্রথমে। ম...

ইতিহাস | 2021-11-18 20:20:27

আধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ সভ্যতায় একস্থান থেকে অন্যস্থানে যাতায়াত সহজ...

ইতিহাস | 2022-03-29 16:14:42

ইতিহাসের বিভিন্ন ধাপে এমন অনেক ঘটনা থাকে, যা ইতিহাসের গতিকে পরিবর্তিত...

ইতিহাস | 2022-04-18 22:09:33

১৯৭১, বাংলাদেশ ভূখন্ডের ইতিহাসেতো বটেই, বিশ্ব ইতিহাসের পাতায় এ এক অবিস...

ইতিহাস | 2021-12-16 20:04:58

পাশ্চাত্য জগৎ আজ বিজ্ঞানকে উন্নতির যে চরম শিখরে পৌছিয়েছে, তার ভিত্তিই...

ইতিহাস | 2021-12-17 19:50:08

এক যে ছিল বীর নামটি তিতুমীর বাঁশের লাঠি দিয়ে ভাঙ্গতো সে জিঞ্জির এ গানট...

ইতিহাস | 2023-01-27 23:49:20

আজ ৫ ডিসেম্বর। ১৮৪৫ সালের এই দিনে পীর মহসীনউদ্দিন দুদু মিয়ার নেতৃত্বে...

ইতিহাস | 2022-12-05 18:23:12

উজবেকিস্তানের তাসখন্দে সংরক্ষিত কুরআনের প্রাচীন একটি পান্ডুলিপিকে বিশ্...

ইতিহাস | 2022-02-28 13:21:44