রাজশাহীতে পরিচিয় সংস্কৃতি সংসদে'র আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত


আইবার্তা ডেস্ক
Published: 2024-02-21 22:36:57 BdST | Updated: 2024-04-29 04:58:53 BdST

পরিচয় সংস্কৃতি সংসদ রাজশাহী এর উদ্যোগে শিল্পী সাহিত্যিকের অংশগ্রহণে গান-কবিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় একুশের সান্ধ্য প্রহরে। 'একুশের সংস্কৃতি' শিরোনামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কবি-গবেষক  ও পরিচয় সংস্কৃতি সংসদের সভাপতি প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক আহমদ বশীর। বিশেষ অতিথি ছিলেন চিত্রশিল্পী মোমেন আল হায়দার। প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করেন সুরকার-শিল্পী গোলাম মাওলা। বিশেষ আলোকের বক্তব্য দেন গীতিকার-সুরকার, শিল্পী আবদুশ শাকুর তুহিন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন কবি ও গবেষক ড. সায়ীদ ওয়াকিল।

প্রধান অতিথির বক্তব্যে আহমদ বশীর বলেন, কথাসাহিত্যে গল্প বা উপন্যাসে যদি আঞ্চলিক ভাষা না থাকে অঞ্চলের মানুষের মুখের ভাষা  না থাকে তাকে পড়ে প্রাণহীন মনে হয়। তিনি বলেন ২১ ফেব্রুয়ারিটা আমরা ঢাকার বাইরে মফস্বল শহরে কাটিয়ে আসছি অনেক কয়েক বছর হলো। তারই ধারাবাহিকতায় এবার রাজশাহী। রাজশাহীতে এসে পরিচয় সংস্কৃতি সংসদ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শব্দকলার কর্মসূচি আমাদের সত্যি মুগ্ধ করেছে। বাংলা ভাষা ও শেকড় সন্ধানী কাজের জন্য এই সংগঠনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সভায় প্রধান আলোচকের বক্তব্যে শিল্পী ও সুরকার গোলাম মাওলা বলেন ফররুখ আহমদ আমাদের মাতৃভাষাকে সমৃদ্ধ করেছেন। অন্য ভাষার গান আমাদের ততোটা টানে না, যতোটা আকর্ষণ করে এ দেশের মাটি ও মানুষের গান।

বিশেষ বক্তা আমেরিকান ফুটবলার ওয়াল্টার ফেইল্টন এর উদ্ধৃতি দিয়ে বলেন "যদি তুমি মূলকে ভুলে যাও তাহলে সব ভুলে যাবে। " তিনি বলেন পরিচয় সংস্কৃতি সংসদ আমাদের সেই মূলের দিকে টানে। রৌদ্রলিপি সম্পাদক গল্পকার মনির বেলাল লেখকদের বিশ্বাসের ভিত্তিকে মজবুত করে সত্যিকার মাটি মানুষের লেখক হবার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে প্রফেসর মাহফুজুর রহমান আখন্দ বলেন সুস্থ সাংস্কৃতির বিকাশই আমাদের মূল উদ্দেশ্য। একুশের সংস্কৃতি অধিকার আদায়ের শিক্ষা দেয়। মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনাই একুশের সংস্কৃতি। পরিচয় সংস্কৃতি সংসদ সেই অধিকার আদায়ের কাজটিই করে যাচ্ছে।

অনুষ্ঠানে আরো উপস্থিত হয়ে ভাষার স্বরচিত কবিতা পাঠ করেন কবি এরফান আলী এনাফ, কবি মঞ্জিলা শরীফ, কবি সাবের রাহী, কবি আব্দুর রাজ্জাক রিপন, কবি অভি মন্ডল, কবি সালেকুর রহমান সম্রাট, অর্কেস্ট্রা সম্পাদক লিটন হালিম, কবি দোদায়েভ তানিম, কবি বিকাশ রায়, নির্ঝর নির্বাহী সম্পাদক মেশকাত  হাসান প্রমুখ।
একুশের গান পরিবেশন করেন শিল্পী-সুরকার ইউসুফ বকুল, শিল্পী-সুরকার শোয়েব আলী, শিল্পী দেওয়ান রাশেদুল প্রমুখ।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আপনার মূল্যবান মতামত দিন:


সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত


তারাবি নামাজ পড়িতে যাইব মোল্লাবাড়িতে আজ, মেনাজদ্দীন, কলিমদ্দীন, আয় তোর...

সাহিত্য ও সংস্কৃতি | 2018-05-18 16:38:37

ক্যালিগ্রাফি সম্পর্কে আমার জানাশোনা খুবই কম। আমি যেসব ক্যালিগ্রাফি করে...

সাহিত্য ও সংস্কৃতি | 2018-03-11 22:23:04

মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হলো সংস্কৃতি। সংস্কৃতি মানুষের জীবনকে...

সাহিত্য ও সংস্কৃতি | 2017-10-28 15:34:39

হে আল্লাহ হে সমস্ত উদয়দিগন্ত ও অস্তাচলগামী আলোকরশ্মির মালিক আজকের এই প...

সাহিত্য ও সংস্কৃতি | 2018-06-13 02:59:21

সে নয় ঘরের কেউ, তবু ঘরেই ঘুমন্ত। অতিশয় শীর্ণ অবয়ব, এলোমেলো দীর্ঘ চুল,...

সাহিত্য ও সংস্কৃতি | 2018-06-10 02:26:13

যখন মৃত্যু আমাকে আলিঙ্গন করবে যখন নিয়ে যাওয়া হবে আমার কফিনতুমি কখনোই এ...

সাহিত্য ও সংস্কৃতি | 2018-12-17 07:21:56

বইটি লেখার কাজ শুরু করা ২০১৬ সালের জুন মাসে। বই লেখার জন্য প্রথম যখন ত...

সাহিত্য ও সংস্কৃতি | 2018-02-26 00:27:10

বইটি যখন প্রথম পড়া শুরু করি, তখনও জানতামনা কতখানি চমক অপেক্ষা করছে। তা...

সাহিত্য ও সংস্কৃতি | 2017-11-16 15:02:20