মৃত্যু নিয়ে জালাল উদ্দীন রুমীর উক্তি


অনুবাদঃ সিরাজুম মুহসিনা সিলভিয়া
Published: 2018-12-17 07:21:56 BdST | Updated: 2024-05-14 05:59:31 BdST

যখন মৃত্যু আমাকে আলিঙ্গন করবে 

যখন নিয়ে যাওয়া হবে আমার কফিন

তুমি কখনোই এরকম ভেবো না যে-

আমি এই পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছি...

 

প্রবাহিত কোরো না ক্রন্দনের অশ্রু

শোকার্ত চিত্কার কোরো না অথবা-

ব্যথাতুর হয়ো না...  

আমি ভয়ানক কিছুর সম্মুখীন হতে যাচ্ছি না!

যখন তুমি আমাকে নিয়ে যেতে দেখবে

আমার চলে যাওয়া দেখে কান্না কোরো না

আমি চলে যাচ্ছি না...

আমি পৌঁছে যাচ্ছি প্রকৃত প্রেমের নিকটে...  

তুমি যখন আমাকে কবরে রেখে আসবে

বোলো না বিদায়ের সম্ভাষণ

স্মরণ রাখবে' কবর তো-

শুধুই একটি পর্দা

যার অপর পাশে আছে স্বর্গ!

তুমি শুধু আমার কবরের শয্যাটাকেই দেখতে পাচ্ছো

কিন্তু তুমি সূর্যের দিকে তাকিয়ে দেখো-

দেখো! কীভাবে সূর্য তার সমাপ্তির কাছে চলে যায়

অস্তাচলের পর কীভাবে চন্দ্রের আবির্ভাব ঘটে।

 

এটিকে সমাপ্তির অনুরূপ মনে হয়

মনে হয় যেন- এটি সূর্যাস্ত ছাড়া আর কিছুই নয়

অথচ বাস্তবে এটি হচ্ছে ভোরের আগমন

যখন তোমাকে কবরের মধ্যে বন্দী করা হবে

তখনই তুমি প্রকৃত মুক্তি লাভ করবে


তুমি কি কখনো এরূপ দেখেছো-

জমিনে একটি বীজ বপন করা হয়েছে

অথচ সেটি জীবন লাভ করেনি?

তাহলে কেন তুমি সন্দেহ পোষণ করছো?

কেন মনে করছো যে-

মানুষ নামক বীজ বেড়ে উঠবে না!

 

তুমি কি কখনো এরূপ দেখেছ-

কূপের গভীরে একটি খালি বালতি নামানো হয়েছে

অথচ তা পূর্ণ না হয়ে ফিরে এসেছে?

তাহলে একটি আত্মার জন্য বিলাপ কেন করছো?

অথচ এটি প্রত্যাবর্তন করতে পারে।

কূপের অতল থেকে ইউসুফের মতো

 আত্মা ফিরে আসতে পারে!

 

শেষবারের মতো তুমি কথা বলার পর

তোমার শব্দগুলো এবং আত্মা

পৌঁছে যাবে এমন এক জগতে

যেখানে না আছে কোনো স্থান; না আছে কোনো সময়!   

 

 

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আপনার মূল্যবান মতামত দিন:


সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত


তারাবি নামাজ পড়িতে যাইব মোল্লাবাড়িতে আজ, মেনাজদ্দীন, কলিমদ্দীন, আয় তোর...

সাহিত্য ও সংস্কৃতি | 2018-05-18 16:38:37

ক্যালিগ্রাফি সম্পর্কে আমার জানাশোনা খুবই কম। আমি যেসব ক্যালিগ্রাফি করে...

সাহিত্য ও সংস্কৃতি | 2018-03-11 22:23:04

মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হলো সংস্কৃতি। সংস্কৃতি মানুষের জীবনকে...

সাহিত্য ও সংস্কৃতি | 2017-10-28 15:34:39

হে আল্লাহ হে সমস্ত উদয়দিগন্ত ও অস্তাচলগামী আলোকরশ্মির মালিক আজকের এই প...

সাহিত্য ও সংস্কৃতি | 2018-06-13 02:59:21

সে নয় ঘরের কেউ, তবু ঘরেই ঘুমন্ত। অতিশয় শীর্ণ অবয়ব, এলোমেলো দীর্ঘ চুল,...

সাহিত্য ও সংস্কৃতি | 2018-06-10 02:26:13

যখন মৃত্যু আমাকে আলিঙ্গন করবে যখন নিয়ে যাওয়া হবে আমার কফিনতুমি কখনোই এ...

সাহিত্য ও সংস্কৃতি | 2018-12-17 07:21:56

বইটি লেখার কাজ শুরু করা ২০১৬ সালের জুন মাসে। বই লেখার জন্য প্রথম যখন ত...

সাহিত্য ও সংস্কৃতি | 2018-02-26 00:27:10

বইটি যখন প্রথম পড়া শুরু করি, তখনও জানতামনা কতখানি চমক অপেক্ষা করছে। তা...

সাহিত্য ও সংস্কৃতি | 2017-11-16 15:02:20