জাহান্নামে প্রবেশকারী প্রথম তিন ব্যক্তি


এবাউট ইসলাম অবলম্বনে, মুহাম্মদ আল বাহলুল
Published: 2018-02-22 00:11:13 BdST | Updated: 2024-05-15 15:30:17 BdST

Photo Credit: twitter

হযরত মুয়াজ (রা.) রাসূল (সা.) এর কাছ থেকে কিয়ামতের দিন প্রথম তিনজন জাহান্নামে প্রবেশকারী ব্যক্তির উল্লেখ করে একটি হাদীস বর্ণনা করেছেন। এই তিনজন ব্যক্তির মধ্যে একজন আলেম, একজন দানবীর ও একজন শহীদ থাকবে। যারা দুনিয়াতে তাদের কর্মের জন্য খুবই উচ্চ মর্যাদার অধিকারী থাকবে। কিন্তু তাদের কাজের নিয়তের ত্রুটির কারণে তারা জাহান্নামী হিসেবে গণ্য হবে। হাদীসটি সহীহ মুসলিম ও জামি তিরমিযিতে উল্লেখ করা হয়েছে।

কিয়ামতের দিন সর্বপ্রথম এই তিন ব্যক্তিকে আল্লাহর আদালতে বিচারের জন্য আনা হবে। আল্লাহ তখন প্রথমেই আলিমকে জিজ্ঞেস করবেন, ‘আমি তোমাকে আমার দ্বীনের জ্ঞান দান করেছিলাম। তুমি এর কী ব্যবহার করেছো?’  

আলিম তখন উত্তরে বলবে, ‘হে আমার রব! তোমার সন্তুষ্টির জন্য আমি তোমার দেওয়া এই জ্ঞান অন্যকে শিক্ষা দিয়েছি।’

আল্লাহ প্রত্যুত্তরে বলবেন, ‘তুমি মিথ্যা বলছো! তুমি বরং তোমার নিজের খ্যাতি ও অন্যরা যাতে তোমাকে অগ্রাধিকার  দেয়, এই উদ্দেশ্যেই শিক্ষাদান করেছো। তুমি যা চেয়েছিলে, তা তুমি পেয়ে গেছো। সুতরাং, এখন এখানে  তোমার প্রাপ্য কিছুই নেই।’  

এরপর আল্লাহ দানবীরকে জিজ্ঞেস করবেন, ‘আমি তোমাকে যে সম্পদ দিয়েছিলাম, তুমি তার কী ব্যবহার করেছো?’

তখন সে বলতে থাকবে, ‘হে আমার রব! আমি তোমার সন্তুষ্টি অর্জনের জন্য তোমার দেওয়া সম্পদ থেকে অভাবী, দরিদ্র ব্যক্তিদের প্রয়োজন পূরণ করেছি এবং তোমার দ্বীনের প্রসারের জন্যও তোমার দেওয়া সম্পদ থেকে খরচ করেছি।’

আল্লাহ তখন বলবেন, ‘তুমি মিথ্যা বলছো! লোকে যাতে দাতা হিসেবে তোমার সুনাম করে এবং মৃত্যুর পরেও যাতে তারা তোমাকে স্মরণ করে, তুমি সেই উদ্দেশ্যে দান করেছো। তুমি যা চেয়েছিলে, তা পেয়ে গেছো। সুতরাং, তোমার এখানে কিছুই প্রাপ্য থাকতে পারেনা।’   

এরপর আল্লাহ শহীদকে জিজ্ঞেস করবেন, ‘আমি তোমাকে যা দিয়েছি, তা তুমি কী কাজে কিভাবে ব্যবহার করছো?’

শহীদ তখন বলবে, ‘হে প্রভু! তোমার দেওয়া জীবন আমি তোমার পথেই পরিচালনা করেছি এবং তোমার জন্যই  শেষ পর্যন্ত আমি তোমার দেওয়া জীবনকে তোমার পথে বিসর্জন দিয়েছি।’

আল্লাহ বলবেন, ‘তুমি মিথ্যা বলছো। তুমি এই কাজ করেছো যাতে লোকেরা তোমার বীরত্বের কথা প্রচার করে এবং তোমার স্মরণে স্মৃতিসৌধ নির্মাণ করে। তুমি যা চেয়েছিলে, তা তুমি পেয়ে গেছো। সুতরাং আজকে তুমি কিছুই পেতে পারোনা।’

এই বর্ণনার পর রাসূল (সা.) মুয়াজ (রা.) এর হাটুতে শক্ত করে হাত রেখে বলেন, ‘হে মুয়াজ! এই তিনজন কিয়ামতের দিন প্রথম জাহান্নামে প্রবেশ করবে।’

আল্লাহ আমাদের প্রদর্শনেচ্ছার ঝোঁক হতে রক্ষা করুন।  

 

উৎস

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আপনার মূল্যবান মতামত দিন:


ইসলামী বিষয়াবলী বিভাগের সর্বাধিক পঠিত


অনেক মুখমন্ডল সেদিন হবে সজীব, তাদের কর্মের কারণে সন্তুষ্ট, তারা থাকবে...

ইসলামী বিষয়াবলী | 2018-04-23 23:36:39

রাসূল স. বলেছেনঃ বেশি বেশি কোর’আন তেলা’ওয়াত কর, কেননা হাশরের দিন এ কো...

ইসলামী বিষয়াবলী | 2018-08-15 23:24:11

হযরত মুয়াজ (রা.) রাসূল (সা.) এর কাছ থেকে কিয়ামতের দিন প্রথম তিনজন জাহা...

ইসলামী বিষয়াবলী | 2018-02-22 00:11:13

মুসলিম উম্মাহর সদস্য হিসেবে আপনার উচিত সর্বদা জ্ঞান অর্জনে লিপ্ত থাকা।...

ইসলামী বিষয়াবলী | 2018-06-29 08:34:21

"হে আল্লাহ্, আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা, দুঃখ, অক্ষমতা, অলসত...

ইসলামী বিষয়াবলী | 2018-05-06 13:46:07

হজ্জ্ব ইসলামের একটি মৌলিক ইবাদত। হিজরী ক্যালেন্ডার অনুসারে প্রতিবছর জি...

ইসলামী বিষয়াবলী | 2018-08-16 23:47:11

হযরত আবু যর (রা.) থেকে বর্ণিত, সহীহ বুখারী ও মুসলিম উভয় হাদীসগ্রন্থেই...

ইসলামী বিষয়াবলী | 2018-06-22 23:12:36

রাসূল (সা.) এর এক হাদীসে কেয়ামতের নিকটবর্তী হওয়ার লক্ষন হিসেবে দশটি নি...

ইসলামী বিষয়াবলী | 2019-04-10 23:46:12