জান্নাতের আট দরজা


এবাউট ইসলাম অবলম্বনে, মুহাম্মদ আল বাহলুল
Published: 2018-04-23 23:36:39 BdST | Updated: 2024-05-15 13:18:09 BdST

Photo Credit: Open Heaven

অনেক মুখমন্ডল সেদিন হবে সজীব, তাদের কর্মের কারণে সন্তুষ্ট, তারা থাকবে সুউচ্চ জান্নাতে সেখানে শুনবে না কোন অসাড় কথাবার্তা, সেখানে থাকবে প্রবাহিত ঝরণা, উন্নত সুসজ্জিত আসন এবং সংরক্ষিত পানপাত্র এবং সারি সারি গালিচা এবং বিস্তৃত বিছানো কার্পেট। (সূরা গাশিয়াহ, আয়াত: ৮-১৬)

 

মুমিন জীবনের সর্বোচ্চ আকাঙ্ক্ষিত গন্তব্য জান্নাত। দুনিয়ার জীবনে মুমিন যা কিছুই করে, সকল কাজের লক্ষ্যই হলো তার স্রষ্টা আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং এর বিনিময়ে মানবজাতির চিরস্থায়ী আবাস জান্নাত অর্জনের।

 

কুরআন ও হাদীসের বিভিন্ন সূত্রানুসারে জানা যায়, জান্নাতে প্রবেশের জন্য ভিন্ন ভিন্ন কাজের উপর ভিত্তি করে  ভিন্ন ভিন্ন আটটি দরজা রয়েছে।

 

সহীহ বুখারীর সাওম অধ্যায়ে চারটি স্বতন্ত্র দরজার বর্ণণা দেওয়া হয়েছে। এই দরজাগুলো যথাক্রমে,

এক. বাব আস-সালাহ (সালাতের দরজা), যারা আন্তরিক একনিষ্ঠতার সাথে নিয়মিত সালাত আদায় করবে, তাদের সম্মানে জান্নাতের এই দরজার নাম রাখা হয়েছে।

 

দুই. বাব আল-জিহাদ (জিহাদের দরজা), যারা একনিষ্ঠতার সাথে আল্লাহর পথে তার জীবন ও সম্পদ দিয়ে চেষ্টা ও সংগ্রাম করবে তার সম্মানে জান্নাতের এই দরজার নামকরণ হয়েছে।

 

তিন. বাব আর-রাইয়ান (সাওমের দরজা), একনিষ্ঠতার সাথে সাওম পালনকারীর জন্য জান্নাতের এই দরজার নামকরণ হয়েছে।

 

চার. বাব আস-সদাকা (দানের দরজা), মানুষের প্রয়োজনে যারা তাদের অর্থসম্পদ দিয়ে মানুষকে সাহায্য করেছে, তাদের সম্মানে এই দরজার নামকরণ হয়েছে।

 

এছাড়া বিভিন্ন সূত্র থেকে আরো যে দরজাসূহের নাম পাওয়া যায় তা হলো,

পাঁচ. বাব আল-ঈমান (ঈমানের দরজা), যারা বিনাহিসেবে জান্নাতে স্থান পাবে, তাদের সম্মানে এই দরজার নামকরণ হয়েছে।

 

ছয়. বাব আল-কাযিমিন আল-গায়িজ ওয়াল আফিনা আনিন্নাস (রাগকে দমনকারী ও লোকের ভুলকে ক্ষমাকারী ব্যক্তিদের দরজা), যারা লোকাদের ভুলকে ক্ষমা করে এবং নিজের রাগকে দমন করে, এই দরজার নামকরণ তাদের সম্মানে।  

 

সাত. বাব আর-রাযিয়িন (সন্তুষ্টদের দরজা), যারা আল্লাহর উপর সন্তুষ্ট এবং আল্লাহও যাদের উপর সন্তুষ্ট, তাদের সম্মানে এ দরজার নামকরণ হয়েছে।

 

আট. বাব আত-তওবা (ক্ষমা প্রার্থনার দরজা), নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছে, তাদের সম্মানার্থে জান্নাতের এই দরজার নামকরণ করা হয়েছে।

 

উৎস

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আপনার মূল্যবান মতামত দিন:


ইসলামী বিষয়াবলী বিভাগের সর্বাধিক পঠিত


অনেক মুখমন্ডল সেদিন হবে সজীব, তাদের কর্মের কারণে সন্তুষ্ট, তারা থাকবে...

ইসলামী বিষয়াবলী | 2018-04-23 23:36:39

রাসূল স. বলেছেনঃ বেশি বেশি কোর’আন তেলা’ওয়াত কর, কেননা হাশরের দিন এ কো...

ইসলামী বিষয়াবলী | 2018-08-15 23:24:11

হযরত মুয়াজ (রা.) রাসূল (সা.) এর কাছ থেকে কিয়ামতের দিন প্রথম তিনজন জাহা...

ইসলামী বিষয়াবলী | 2018-02-22 00:11:13

মুসলিম উম্মাহর সদস্য হিসেবে আপনার উচিত সর্বদা জ্ঞান অর্জনে লিপ্ত থাকা।...

ইসলামী বিষয়াবলী | 2018-06-29 08:34:21

"হে আল্লাহ্, আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা, দুঃখ, অক্ষমতা, অলসত...

ইসলামী বিষয়াবলী | 2018-05-06 13:46:07

হজ্জ্ব ইসলামের একটি মৌলিক ইবাদত। হিজরী ক্যালেন্ডার অনুসারে প্রতিবছর জি...

ইসলামী বিষয়াবলী | 2018-08-16 23:47:11

হযরত আবু যর (রা.) থেকে বর্ণিত, সহীহ বুখারী ও মুসলিম উভয় হাদীসগ্রন্থেই...

ইসলামী বিষয়াবলী | 2018-06-22 23:12:36

রাসূল (সা.) এর এক হাদীসে কেয়ামতের নিকটবর্তী হওয়ার লক্ষন হিসেবে দশটি নি...

ইসলামী বিষয়াবলী | 2019-04-10 23:46:12