জনগনের চ্যাম্পিয়ন "মুহাম্মদ আলী"


mvslim.com অবলম্বনে, আবরার শেখ
Published: 2022-01-17 17:23:19 BdST | Updated: 2024-05-29 09:47:31 BdST

যুক্তরাষ্ট্রের ক্যান্টাকি প্রদেশের লুসভিলে ১৯৪২ সালের ১৭ই জানুয়ারী এক কৃষ্ণাঙ্গ খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেন মুহাম্ম আলী। জন্মের সময় তার নাম রাখা হয়েছিল ক্যাসিয়াস ক্লে।

বারো বছর বয়সে তার বাইসাইকেল চুরি হওয়ায় চোরকে শিক্ষা দেওয়ার জন্য তার মুষ্টিযুদ্ধ চর্চার যাত্রা। ১৯৬০ সালের রোম অলিম্পিকে মাত্র আঠারো বছর বয়সে মুষ্টিযুদ্ধে স্বর্ণপদক জয়ের মাধ্যমে তিনি পরিচিত হন। ১৯৬৪ সালে মাত্র ২২ বছর বয়সে হেভিওয়েট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে তৎকালীন বিশ্বচ্যাম্পিয়ন সনি লিস্টনকে হারানোর মাধ্যমে তার খ্যাতি ছড়িয়ে পড়ে। মুষ্টিযুদ্ধ জগতের নতুন চ্যাম্পিয়ন হিসেবে তাকে বরণ করে নেওয়া হয়।

১৯৬১ সালে তিনি ইসলাম গ্রহণ করেন এবং তখন তিনি তার নাম পরিবর্তন করে রাখেন মুহাম্মদ আলী। প্রথমদিকে ন্যাশন অব ইসলাম নামক এক বিশেষ উগ্র কৃষ্ণাঙ্গবাদী দলের বিশ্বাসের সাথে নিজেকে একীভূত করে নিলেও পরবর্তীতে তিনি মূলধারার সুন্নী বিশ্বাসকে গ্রহণ করে নেন।

শুধু বক্সিং রিংয়ের ভিতরেই নয়, বরং তিনি ছিলেন একইসাথে জনগনের চ্যাম্পিয়ন। ভিয়েতনামের উপর চাপিয়ে দেওয়া অন্যায় যুদ্ধে মার্কিন সেনাবাহিনীর হয়ে ভিয়েতনামে যুদ্ধ করতে যেতে রাজি না হওয়ায় তাকে চার বছরের জন্য বক্সিং রিং থেকে নিষিদ্ধ করা হয়েছিল।

মুষ্টিযুদ্ধ থেকে অবসরের পর তিনি মানুষকে তার অন্যন্য পন্থায় ইসলামের দিকে আহবান করার দিকে নিজেকে নিযুক্ত করেন। নিজের বুদ্ধিমত্তা ও প্রভাবকে তিনি মানুষের কাছে ইসলামের সৌন্দর্য উপস্থাপনের কাজে ব্যয় করেন। যখন থেকে তিনি ইসলাম গ্রহণ করেন, তখন থেকে তিনি গর্বের সাথে তার বিশ্বাসের প্রকাশ করতে থাকেন। বিংশ শতাব্দীর প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের মধ্যে তাকে অন্যতম হিসেবে বিবেচনা করা হয়।

শেষ বয়সে দুরারোগ্য পার্কিনসন্স রোগে আক্রান্ত হয়ে তিনি দুর্বল হয়ে পড়েন। ২০১৬ সালের ৩রা জুন, তিনি যুক্তরাষ্ট্রের আরিজোনা প্রদেশের স্কটসডেলের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

 

উৎস

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আপনার মূল্যবান মতামত দিন:


মুসলিম ব্যক্তিত্ব বিভাগের সর্বাধিক পঠিত


(জন্মঃ ৮১০-মৃত্যুঃ ৮৭০ খ্রিস্টাব্দ), আরব রীতি অনুযায়ী বংশধারাসহ পুরো...

মুসলিম ব্যক্তিত্ব | 2017-12-22 11:55:49

ইসলাম আগমনের পূর্ব থেকেই ভারতের সাথে আরবদের বাণিজ্যিক সম্পর্ক ছিলো। বা...

মুসলিম ব্যক্তিত্ব | 2018-04-08 09:16:03

ইবনে রুশদ ছিলেন আধুনিক সার্জারির জনক। সেই সাথে ছিলেন একজন বড় মাপের আধ...

মুসলিম ব্যক্তিত্ব | 2017-12-01 00:44:18

সাহাবী  হযরত মুয়াজ ইবনে জাবাল (রা.) বলতেন- আর আমি (রাতে) ঘুমাই এবং নাম...

মুসলিম ব্যক্তিত্ব | 2020-02-06 18:38:47

ভাবুন তো... আপনার খুব কাছের কোনো বন্ধু আপনার বাসার ঠিক পাশ দিয়ে চলে গে...

মুসলিম ব্যক্তিত্ব | 2019-02-15 23:46:59

সংখ্যার জগতে ‘শূণ্য’ একটি গুরুত্বপূর্ণ চিহ্ন। গণিতের প্রাথমিক ১-৯ সংখ্...

মুসলিম ব্যক্তিত্ব | 2018-02-13 13:42:39

ইবনে সিনা (৯৮০-১০৩৭ খ্রিস্টাব্দ) যিনি কঠোর জ্ঞান সাধনা ও অধ্যবসায়ের মধ...

মুসলিম ব্যক্তিত্ব | 2017-10-28 14:09:44

অনেকদিন আগে, দামিশকের একজন পিতা তার পরিবার নিয়ে বেড়াতে যেতে বের হয়েছিল...

মুসলিম ব্যক্তিত্ব | 2018-02-01 20:15:53