হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ মুহাম্মদ ইয়াহইয়ার ইন্তেকাল


আইবার্তা ডেস্ক
Published: 2023-06-03 08:29:49 BdST | Updated: 2024-05-15 04:19:26 BdST

দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর আল্লামা শাহ মুহাম্মদ ইয়াহইয়া ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার (২ জুন) দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হসপিটালের আইসিইউতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজতে ইসলামের সাবেক সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী। হযরতের ইন্তেকালের খবরে তাৎক্ষণিকভাবে সারাদেশের উলামায়ে কেরাম, মাদরাসাছাত্র ও তৌহিদী জনতার মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে।

মাওলানা ইয়াহিয়া লিভার ক্যান্সারে ভুগছিলেন। গত বুধবার তিনি অসুস্থ হয়ে পড়লে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে স্বাস্থ্যের অবস্থা অবনতি ঘটলে বৃহস্পতিবার (১ জুন) উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় ইউনাইটেড হসপিটালে ভর্তি করা হয়। শুক্রবার (২ জুন) দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিটে ইন্তেকাল করেন তিনি।

উল্লেখ্য, গত দু'মাস ধরে আল্লামা শাহ মুহাম্মদ ইয়াহইয়া শরীরিকভাবে অসুস্থ ছিলেন। গত ১৬ মে উন্নত চিকিৎসার জন্য তাকে ব্যাংককে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে চিকিৎসা শেষে তিনি ২৫ মে তিনি দেশে ফিরে আসেন।

এদিকে আল্লামা শাহ ইয়াহইয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন হেফাজতে ইসলামের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।

শোক বিবৃতিতে তিনি দেশবাসীর উদ্দেশে বলেন, উম্মুল মাদারিসখ্যাত জামিয়া আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমীর আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া আলেমদের যোগ্য অভিভাবক ছিলেন। এমন একজন যোগ্য অভিভাবককে আজ আমরা হারিয়ে ফেলেছি। দেশবাসী ও কওমী অঙ্গনে এ আলেমেদ্বীনের শূন্যতা আর পূরণ হওয়ার নয়। আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া একজন হক্কানী ও তাকওয়াবান আলেম ছিলেন। তিনি দীর্ঘ তিন যুগ ধরে বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান উম্মুল মাদারিস হাটহাজারী মাদরাসায় শিক্ষকতাসহ বহুমুখী দ্বীনি খেদমত আঞ্জাম দিয়ে আসছিলেন। গত প্রায় দেড় বছর ধরে অত্যন্ত দক্ষতার সাথে হাটহাজারী মাদরাসা পরিচালনা করে আসছিলেন। একই সাথে তিনি ঈমান-আক্বিদাভিত্তিক অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বংলাদেশের সিনিয়র নায়েবে আমীর, বেফাকুল মাদারিসিল আরাবিয়া (বেফাক)-এর সহসভাপতি ও খতমে নবুওয়াত আন্দোলনের সভাপতির দায়িত্বে পালন করে আসছিলেন। তিনি খুব অল্প সময়ে বিভিন্ন স্তরের নেতৃত্বে নিষ্ঠা ও দক্ষতার পরিচয় দিয়েছেন।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আপনার মূল্যবান মতামত দিন:


বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত


অখন্ড ভারত উপমহাদেশে বহিরাগত যেসব মুসলমানরা এসেছিলেন, তাদের দুই শ্রেণী...

বাংলাদেশ | 2017-09-16 15:11:25

বাংলাকে বলা হতো ‘জান্নাতুল হিন্দ’ । তথা ভারতের বেহেশত। কেন বলা হতো? আস...

বাংলাদেশ | 2018-06-23 04:19:56

বাংলার মুসলমানদের পুনঃজাগরণে ও সাংস্কৃতিক পুনর্জন্মে সৈয়দ আমীর আলী (১৮...

বাংলাদেশ | 2018-08-04 23:48:51

বাংলার সমগ্র ভূখণ্ড ১৩০০ খ্রিস্টাব্দের মধ্যে মুসলিম সুলতানদের দ্বারা অ...

বাংলাদেশ | 2017-09-16 19:02:46

ইসলাম প্রচারের কাজে এদেশে প্রচুরসংখ্যক আরব, ইরানি ও তুর্কি মুসলমান ও স...

বাংলাদেশ | 2017-12-19 11:52:45

মহান প্রভুর অশেষ রহমত এবং লাখো মানুষের আত্মত্যাগের বিনিময়ে বিশ্ব মানচি...

বাংলাদেশ | 2018-03-26 23:54:02

২০১৮ সালে মাদরাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষায় পাসের হার বেড়েছে ১ দশমি...

বাংলাদেশ | 2018-07-21 04:34:59

১৭৫৭ সালের ২৩শে জুন, পলাশীর যুদ্ধে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ-উদ-দৌ...

বাংলাদেশ | 2018-11-19 14:52:09